২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত বেলাল হোসেনকে চিকিৎসার জন্য সরকারি সহায়তার চেক প্রদান করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বেলালের হাতে মোট ১ লাখ ৫০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন।
আহত বেলাল হোসেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর গ্রামের তৈয়ব আলীর ছেলে। গণআন্দোলনের সময় পুলিশের ছোড়া শটগানের গুলিতে তার দুটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে তিনি বর্তমানে গুরুতর শারীরিক ও মানসিক সংকটে ভুগছেন।
সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার পক্ষ থেকে ৫০ হাজার, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ৫০ হাজার এবং পরিবেশ ও বন উপদেষ্টার পক্ষ থেকে আরও ৫০ হাজার টাকাসহ সর্বমোট দেড় লাখ টাকার সহায়তা দেওয়া হয়।
ইউএনও নজরুল ইসলাম জানান, ‘আহত বেলাল হোসেনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে।’
গত বছরের জুলাই মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন বেলাল হোসেন। এরপর থেকেই তিনি মানবেতর জীবনযাপন করছেন।
আপনার মতামত লিখুন :