ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নলছিটিতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে ধর্মীয় সংগঠন ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমা’র নামাজের পর বিভিন্ন মসজিদের ইমামদের নেতৃত্বে মুসল্লি-জনতা বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভ সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় উল্লাস চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন: লঞ্চঘাট জামে মসজিদের ইমাম মনির হোসেন, খাসমহল মসজিদের ইমাম মাওলানা মাইনুল হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু সালেহ, হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন, থানারপুল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস, নলছিটি মডেল মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান, ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাত আলম ফকির, নলছিটি হাই স্কুল জামে মসজিদের ইমাম মুফতি হানযালা নোমানি এবং যুবদল নেতা আনোয়ার হোসেন চুন্নু।

এ সময় বক্তারা বলেন, ‘ইসকন একটি জঙ্গি সংগঠন, তাদের অতিশীঘ্রই নিষিদ্ধ করতে হবে। একজন ইমামকে অপহরণ করে যে অদম্যতা দেখানো হয়েছে, তার কৌঁসুলিক ও নৈতিক পরিণতি তাদের ভোগ করতে হবে। বাংলাদেশের বর্তমান অবস্থা আগে মতো নেই—নতুন বাংলাদেশে কোনো সন্ত্রাসী বা বিদেশি ঠেকানোর মতো শক্তি থাকবে না।’