ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ লাখ চার হাজার ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ (৩৭) নামে একজনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার খোসালপুর সীমান্তে এ অভিযান পরিচালনা করে মহেশপুর-৫৮ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের খোশালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ওলিয়ার শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে তার ৫ বছরের ছেলে আমানকে সঙ্গে নিয়ে ভারতীয় জাল রুপি বহন করার সময় আটক করা হয়। আটক ওলিয়ারের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে।
বিজিবি আরও জানায়, ওলিয়ার শেখ দীর্ঘদিন ধরে ভারতের বিহারে বসবাস করছিলেন। তিনি সেখানে দর্জির কাজ করতেন এবং স্থানীয় মুসলিম বস্তির এক নারীকে বিয়ে করেন। পরে তিনি বাগেরহাটের মারুফ নামের এক ব্যক্তির মাধ্যমে জাল রুপি সংগ্রহ করে ভারতে ব্যবহার করেন।
সম্প্রতি ৬০ হাজার টাকায় ৫ লাখের বেশি জাল রুপি কিনে বাংলাদেশে আনার সময় বিজিবির হাতে ধরা পড়েন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, জাল রুপি পাচার রোধে আমাদের টহল দল সর্বদা তৎপর রয়েছে।
এ ঘটনায় ওলিয়ার শেখকে জাল রুপিসহ মহেশপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে বিজিবি।