মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৩:৫০ পিএম

শৈলকুপা পৌরসভার উদাসীনতার মাশুল দিল হাটে আসা মানুষ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৩:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে শৈলকুপা সাপ্তাহিক হাটে ঘটে গেল এক আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। কাপড়ের হাটের ঠিক পাশেই হঠাৎ দাউদাউ করে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে মুহূর্তেই হাটজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ক্রেতা-বিক্রেতারা ছুটোছুটি শুরু করলে স্থানীয় লোকজন বিষয়টি দ্রুত ফায়ার সার্ভিসকে জানান।

শৈলকুপা ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। তদন্তে জানা যায়—আগুন লেগেছিল হাটের পাশেই দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার বিশাল স্তূপে। এই ময়লার স্তূপ থেকে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। হাটের এত ভিড়ের মাঝে কেন এমন বিপজ্জনকভাবে আবর্জনা ফেলে রাখা হবে—এ নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, 'একটি জনবহুল বাজারের পাশে এত বড় ময়লার স্তূপ থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সম্পূর্ণই পৌরসভার অবহেলা।'

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফায়ার সার্ভিস দ্রুত না আসলে আজ বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। কাপড়ের দোকানসহ আশপাশের দোকানগুলোতে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়লে বড় ক্ষয়ক্ষতি এমনকি প্রাণহানিও ঘটতে পারত।

এদিকে সচেতন মহল বলছে, 'পৌর কর্তৃপক্ষের এই উদাসীনতা অপরাধের শামিল। অবিলম্বে বাজারের ময়লা সরিয়ে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না নিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।' শৈলকুপা পৌরসভা এলাকার মানুষদের অভিযোগ—পুরো শহরই এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, অথচ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।

রূপালী বাংলাদেশ

Link copied!