ভাই-বোনের অটুট সম্পর্ক ও ভালোবাসার প্রতীক রাখিবন্ধন উৎসব শনিবার সন্ধ্যায় জয়পুরহাটের আক্কেলপুরে পালন করা হয়েছে।
শ্রাবণ মাসের শেষ পূর্ণিমার এই বিশেষ দিনে সনাতন ধর্মাবলম্বী ও মারোয়ারী সম্প্রদায়ের মানুষ রক্ষাসূত্র বাঁধার মাধ্যমে ভ্রাতৃত্ব ও স্নেহের বন্ধন দৃঢ় করেন।
উৎসবটি আক্কেলপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালার বাসভবনে মুখর পরিবেশে পালিত হয়।
বগুড়া থেকে আসা সিএমএইচ হাসপাতালে কর্মরত ডা. সংগীতা আগরওয়ালা তার বড় দাদা, বগুড়া টিএমএসএস হাসপাতালে কর্মরত ডা. অমিত কুমার আগরওয়ালাকে রাখি পরিয়ে দেন।
ডা. সংগীতা আগরওয়ালা বলেন, ‘রাখি মানেই সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন ও রক্ষা উৎসব। এই দিনে ভাই-বোন একে অপরের কল্যাণ কামনা করেন এবং রক্ষার প্রতিশ্রুতি দেন। মানব জীবনের সম্পর্কগুলো স্নেহ, প্রেম ও মায়ায় আবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমার বড় দাদাকে রাখী পড়ানোর জন্য এসেছি এবং প্রতি বছর এই দিনটির জন্য আমরা সবসময় অপেক্ষা করি।’