ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিয়ের দাবিতে নানিকে সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৪:৪৬ পিএম
সম্পর্ককালীন প্রেমিক-প্রেমিকার ছবি। ছবি- সংগৃহীত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের খবর নতুন নয়। দেশের নানা স্থানে এমন ঘটনা অহরহ ঘটছে। তবে খুলনার পাইকগাছায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। এবার বিয়ের দাবিতে এক প্রেমিকা নানিকে সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার রাড়ুলি ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

প্রেমিকা বিয়ের দাবি জানিয়ে বলেন, ‘সোহান যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি এখানেই বিষ খেয়ে আত্মহত্যা করব।’

ঘটনার পর এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে—নারী-পুরুষ, কৌতূহলী লোকজন ভিড় জমায় প্রেমিক সোহানের বাড়িতে।

এলাকাবাসী জানায়, শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত জলিল গাজীর ছেলে সোহান গাজী ও একই উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের রতনার (ছদ্মনাম) মধ্যে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্কে জড়িয়ে সোহান বিয়ের প্রতিশ্রুতি দেন এবং এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

তবে সম্প্রতি সোহান নানা অজুহাতে বিয়ে এড়িয়ে চলতে শুরু করলে রতনা বাধ্য হয়ে নানিকে সঙ্গে নিয়ে বুধবার সন্ধ্যায় সোহানের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

এ সময় সোহান বাড়ি থেকে পালিয়ে যান বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোহানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা এ সম্পর্ক মেনে নেব না।’