কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিয়ে স্ট্রোক করে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম আল আমিন (৪০)। তিনি উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের বাসিন্দা এবং বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, ‘পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস উপলক্ষে আজ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে একটি মিছিল পাটমহলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে যোগ দেয়। এ সময় আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করে তিনি মারা গেছেন।’
বিএনপি নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।