ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফুলবাড়ীতে কৃষকের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:২৯ এএম
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা উপস্থিত থেকে কৃষকের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করেন। ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দশটি কৃষক গ্রুপের মাঝে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল চারটায় ফুলবাড়ী কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় কুড়িগ্রাম খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক (শস্য) আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার রায় ঈশোর, ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসকারী কৃষি কর্মকর্তাগণসহ দশটি কৃষক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।