কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশের অভিযানে সাড়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ধরলা সেতু সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- নাওডাঙ্গা ইউনিয়নের চর ঝাউকুটি গ্রামের আবুল কালামের ছেলে মো. খলিল মিয়া (২৭) এবং পূর্ব ফুলমতি গ্রামের আবু তালেবের ছেলে মো. আজিজুল হক (৪৬)।
পুলিশ জানায়, সকালে ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কাজে ব্যস্ত ছিলেন।
এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, নাওডাঙ্গা বাজার থেকে দুই যুবক মোটরসাইকেলে গাঁজা নিয়ে ধরলা সেতু পার হয়ে লালমনিরহাটের দিকে যাবে।
সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্টে অবস্থান নেয়। কিছু সময় পর মোটরসাইকেলে দুই যুবককে আসতে দেখে পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল থামিয়ে দৌড়ানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আটক করে।
পরে মোটরসাইকেল তল্লাশিতে সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরো ১২৫ সিসি মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার বলেন, ‘আটক দুই মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।’


