কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সৃষ্টি করেছে এক বিরল দৃষ্টান্ত। টিফিনের টাকাই হয়ে উঠেছে একটি (ক্যানসার আক্রান্ত) অসুস্থ শিশুর জীবন বাঁচানোর হাতিয়ার। ক্যানসারে আক্রান্ত ছোট্ট আলভির চিকিৎসায় সহায়তা করতে নিজেদের খাবারের টাকা দান করে মানবতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে তারা।
শুধু ছাত্র-ছাত্রীরাই নয়, এ প্রয়াসে এগিয়ে এসেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক এবং কর্মচারীরাও। সবার টিফিনের টাকার সম্মিলিত অনুদান যেন সাক্ষ্য দিচ্ছে, ছোট ছোট মানবিক উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে।
স্থানীয় সমাজকর্মী শহীদ উল্লাহ শহীদ জানান, শিশু আলভির চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এমন সময়ে শামলাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই সহযোগিতা সত্যিই ইতিহাস হয়ে থাকবে। মানবতার এই দৃষ্টান্ত আরও অনেককেই অনুপ্রাণিত করবে।
ক্যানসারে আক্রান্ত আলভির চিকিৎসার জন্য আরও সহায়তা অত্যন্ত জরুরি। যদি আপনি/আপনারা এই শিশুর পাশে দাঁড়াতে চান তাহলে যোগাযোগ করতে পারেন: আলভির পরিবার:+8801831816362 (বিকাশ/নগদ নম্বর)। একটি ছোট সাহায্যও আলভির জীবনে বড় আলো হয়ে উঠতে পারে। মানবতার হাত বাড়িয়ে দিন, একটি শিশুকে নতুন করে বাঁচার সুযোগ দিন।

