কুষ্টিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেড়ামারা উপজেলায় খাইরুন নেছা (৬০) নামের নারীর মরদেহ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর মানিকের বাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি এলাকার মৃত রজব আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাঁধের পাশে পানিতে ভেসে থাকা মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে তারা পুলিশকে খবর দিলে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ভেড়ামারা থানার ওসি মহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যার উদ্দেশ্যে তাকে হাত-পা বেঁধে এখানে ফেলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


