ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে ১২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:৩৭ পিএম
কৃষকদের হাতে সার-বীজ তুলে দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

আগাম শীতকালীন সবজি চাষে উৎসাহ দিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১২০০ ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার হাসান ইমাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বসতবাড়িতে সবজি চাষে আগ্রহী ৪০০ কৃষক এবং মাঠ ফসল চাষে নিয়োজিত ৮০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।