ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা! 

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:০৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মাছের একটি প্রজেক্টে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মৎস্যচাষি ইয়াকুব আলী জানান, এক একর জমির পুকুরে দীর্ঘ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিলেন তিনি। এ সময়টিই ছিল বিক্রির উপযুক্ত মৌসুম। কিন্তু হঠাৎ করে এমন দুঃসংবাদে তিনি এখন দিশেহারা।

চোখেমুখে হতাশার ছাপ নিয়ে ইয়াকুব বলেন, ‘সকালে পুকুরে এসে দেখি মাছ মরে ভেসে উঠেছে। পরে পাড়ে দেখি মাছ মারার জন্য ব্যবহৃত একধরনের বিষাক্ত ট্যাবলেট পড়ে আছে। রাতের আঁধারে কেউ বা কারা পুকুরে বিষ দিয়েছে। এতে পাঁচ লাখ টাকার মাছ মারা গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি এই জঘন্য কাজের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ইয়াকুবের ছোটভাই ইজ্জত আলী জানান, ‘আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি। প্রশাসনের কাছে অনুরোধ করেছি, দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করুন।’

প্রতিবেশী ফজলুর হক ও গজর উদ্দিন বলেন, ‘ইয়াকুব আলী মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। পুকুরে থাকা সব মাছ মারা গেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।’

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন, ‘মাছচাষি ইয়াকুব আলী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভবিষ্যতে যেকোনো প্রণোদনা বা সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।’

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ‘ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’