ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

রংপুরে কলাবাগান থেকে বন্দুক-গুলি উদ্ধার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১২:৫৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনালা বন্ধুক এবং ৫ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই মিঠাপুকুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে মিঠাপুকুর উপজেলার জায়গীর হাট টু ফেডারেশন বাজারগামী পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

রংপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মিঠাপুকুর থানাধীন মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানকালে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার জায়গীরহাট হতে ফেডারেশন বাজারগামী পাকা রাস্তার ৫০ ফিট দক্ষিণে রবিউল ইসলামের সুপারি এবং কলাবাগানে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই তাজেদার আলম ফারুকীর নেতৃত্বে অভিযানে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনালা বন্দুক এবং ৫ রাউন্ড সিসার গুলি উদ্ধার করেন।

নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক (ডিবি) তাজেদার আলম ফারুকী বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। রাতে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। জিডি মূলে উদ্ধার দেখানো হয়েছে। কেউ জড়িত থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।