ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

রাঙামাটি রাজবন বিহার পরিদর্শন করেছেন পুলিশ সুপার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৩:৩৪ পিএম
ছবি- সংগৃহীত

৪৯তম দানোত্তম কঠিন চীবর দান-২০২৫ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) রাঙামাটি রাজবন বিহার পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস.এম. ফরহাদ হোসেন।

পরিদর্শনকালে তিনি বিহার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের চলাচল ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি উৎসবকে ঘিরে নেওয়া প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, কঠিন চীবর দান উৎসব পার্বত্যাঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। এই আয়োজনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় সৌহার্দ্যময় পরিবেশে সম্পন্ন করতে রাঙামাটি জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা জেলা পুলিশের সামাজিক দায়িত্ব ও পেশাগত অঙ্গীকার।

পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ রাজবন বিহার উপাসক–উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।