‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া মৎস্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুম (কৃষ্ণচূড়া)-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীনের সভাপতিত্বে অফিস সহকারী মোবাশ্বেরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ্ নেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ এইচ এম মাজহানুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি হাসানা আব্দুল মালেক, মৎস্য চাষি ছামিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।