ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

তিস্তায় গোসলে নেমে যুবক নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৫:৩৬ পিএম
নিখোঁজ মেহেদি হাসান মুহিদ। ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। এরপর থেকে উদ্ধার অভিযান চলছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মুহিদ তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম এলাকার আশরাফ উল-আমীন হেলালের ছেলে। মুহিদ সম্প্রতি চীন থেকে অনার্স শেষ করে দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমেন মুহিদ। একপর্যায়ে গোসল শেষ করে তার তিন বন্ধু ওপরে উঠলেও মুহিদ স্রোতের টানে তলিয়ে যান। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ চেষ্টা চালানোর পরও মুহিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস কন্ট্রোলের দায়িত্বে থাকা ফায়ারফাইটার আতাউর রহমান বলেন, ‘রংপুর থেকে ডুবুরি দল এনে ফায়ার সার্ভিসের সদস্যরা একসাথে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।’