মৌলভীবাজারে বিদ্যুৎ লাইনের মেরামত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের লাইনম্যান মো. বায়জিদ মিয়া।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বড়লেখা উপজেলার সোনাতনপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী সৈয়দ আফসার উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আফসার উদ্দিন ওই গ্রামের সৈয়দ জামাল উদ্দিনের ছেলে। শনিবার (২৬ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা।
স্থানীয় সূত্রে জানা যায়, পল্লীবিদ্যুৎ সমিতির আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান মো. বায়জিদ মিয়া ও তার সহকর্মী মাসুদ মিয়া বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ পেয়ে সোনাতনপুর গ্রামে যান। সড়কের পাশে বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়া একটি গাছের ডাল সরানোর সময় সৈয়দ আফসার উদ্দিন তাঁদের কাজে বাধা দেন। একপর্যায়ে তিনি দা হাতে বায়জিদ মিয়ার ওপর হামলা চালান।
হামলা প্রতিহত করতে গিয়ে বায়জিদের হাতে দা’র কোপ লাগে, এতে তার হাতের দুটি আঙুল কেটে যায় এবং কপালসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত হয়।
আহত অবস্থায় তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটলে রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল বাকী খান থানায় মামলা দায়ের করেছেন।