মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে একটি নোহা স্কয়ার প্রাইভেটকারও জব্দ করা হয়।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদের নেতৃত্বে রাত প্রায় তিনটার দিকে অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির নাম ইব্রাহিম (টেকনাফের লম্বাবিল হোয়াইকং গ্রামের আব্দুল খালেকের ছেলে)।
থানা সূত্র জানায়, টেকনাফ থেকে ঢাকামুখী ইয়াবার বড় চালান আসছে এমন গোপন সংবাদে পুলিশ মহাসড়কের বাউশিয়া পাখির মোড়ে অবস্থান নেয়।
পরবর্তীতে সন্দেহভাজন একটি কালো নোহা স্কয়ার গাড়ি থামিয়ে তল্লাশি করলে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইব্রাহিমকে হাতেনাতে আটক করা হয়।
ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি গাড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।’
পুলিশ জানিয়েছে, গজারিয়া অঞ্চলে মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


