ময়মনসিংহে দলীয় মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষেভ মিছিল করায় জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সদস্যপদ (রুকনিয়াত) স্থগিত করা হয়েছে। এনিয়ে সংগঠনটির ভেতরে-বাইরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, বিগত সময়ে ময়মনসিংহ -৬ (ফুলবাড়ীয়া) আসনে দলীয় মনোনয়ন নিয়ে দুইবার নির্বাচনে অংশগ্রহন করেন জসীম উদ্দিন। ওই সময় একাধিকবার কারাবরণসহ অসংখ্য মামলার আসামি হন এই জামায়াত নেতা। তবে ফ্যাসিস্ট মুক্ত বতর্মান পরিবর্তিত প্রেক্ষাপটে এই আসনটিতে জেলা জামায়াতের নায়েবে আমীর মো. কামরুল হাসান মিলনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে স্থানীয় জামায়াত-শিবিরের একটি পক্ষ দলীয় মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলার সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে বিক্ষোভ মিছিল। এর জের ধরেই এই পদ স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সময়ে অধ্যাপক জসিম উদ্দিনের সামগ্রিক তৎপরতায় সংগঠনের সুনাম, খ্যাতি, ঐতিহ্য, শৃঙ্খলা ও পরিবেশ বিনষ্ট হচ্ছে, যা গঠনতন্ত্রের ধারা ৬২ এর উপধারা ২ (ক) ও (খ) এর সুস্পষ্ট লঙ্গন। এ নিয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম (রুকনিয়াত) স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর হতে অদ্যবদি পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠীর উর্দ্ধে থেকে দলীয় শৃঙ্খলা অব্যাহত রেখেছে। আগামীতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় শৃঙ্খলার বিষয়ে আপোষহীন থাকবে।
ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম বলেন, অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে জেলার চিঠি হাতে পেয়েছি।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, শুনেছি আমার পদস্থগিত করা হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের বিষয়ে প্রথমে শোকজ করার বিধান রয়েছে।
তিনি বলেন, যে মিছিলকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে ওই মিছিলের বিষয়ে আমি অবগত ছিলাম না। মূলত শিবিরের ছেলেরা একটি মিছিল করেছে বলে শুনেছি।
এর আগে, শনিবার (১৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলার সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতার’ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মূলত এ ঘটনার জের ধরেই জসীম উদ্দিনের পদ স্থগিত করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন