শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:০৮ পিএম

গফরগাঁওয়ে বিদ্যালয় মাঠে হাঁটুপানি, পাঠদান ও খেলাধুলা বন্ধ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:০৮ পিএম

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি। ছবি- রূপালী বাংলাদেশ

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। এতে দীর্ঘদিন ধরে পাঠদান, খেলাধুলা বন্ধ রয়েছে।

প্রতি বর্ষা মৌসুম থেকে শুরু করে অক্টোবর-নভেম্বর পর্যন্ত বিদ্যালয় দুটির মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মাঠে খেলাধুলা বা অন্য কোনো কাজে মাঠে নামতে পারে না শিক্ষার্থীরা। ভারি বর্ষণ হলে বিদ্যালয় শ্রেণিকক্ষে পানি জমে পাঠদান বিঘ্নতা সৃষ্টি হয়। এতে খেলাধুলা ও প্রতিদিনের ছাত্র সমাবেশসহ মাঠের সব কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকে।

সরেজমিন খোঁজ নিয়ে দেখা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া ভাষা শহীদ আব্দুল জব্বার নগর সড়কের পাশে একই মাঠের দক্ষিণ দিকে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ও পশ্চিম দিকে ৪৮নং খারুয়া বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয় দুটিতে রয়েছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। মাঠের উত্তর-পশ্চিম দিকে শহীদ জব্বার পাকা সড়ক ও দক্ষিণ-পূর্ব দিকে জনবসতি থাকায় মাঠের পানি নিষ্কাশনের কোনো পথ নেই। ফলে বর্ষাকালে বৃষ্টির পানি জমে থাকে জুলাই থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত।

ভারি বৃষ্টি হলে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা তলিয়ে যায়। অথচ বিদ্যালয়ের পাশের ভাষা শহীদ আব্দুল জব্বার সড়কে একটি কালভার্টের ব্যবস্থা করলেই মাঠের পানি নিষ্কাশন করা সহজ হয়।

এ অবস্থায় বিদ্যালয় দুটির বার্ষিক ক্রীড়া, ফুটবল, প্রতিদিনের ছাত্র সমাবেশসহ মাঠের যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনো প্রতিকার পায়নি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে স্কুলভিত্তিক আন্তঃজেলা ফুটবল খেলায় কলসিন্দুর উচ্চ বিদ্যালয় দলের সঙ্গে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ফাইনাল খেলায় অংশ নেয়। কিন্তু মাঠে পানি জমে থাকায় কয়েক বছর ধরে অনুশীলনের সুযোগ না থাকায় শিক্ষার্থীরা ফুটবল খেলায় অংশ নিতে পারছে না।

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, সামিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা সরকার জানায়, মাঠে পানি থাকায় তারা খেলাধুলা করতে পারে না। প্রতিদিনের সমাবেশে অংশ নিতে পারে  না। 

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, ‘খেলাধুলা, শিক্ষাসহ খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের খ্যাতি পুরো জেলায় ছড়িয়ে আছে। মাঠের জলমগ্ন অবস্থায় খেলাধুলার সুযোগ না থাকায় প্রায় অর্ধেক  শিক্ষার্থী অন্য বিদ্যালয় ও মাদ্রাসায় চলে গেছে।’

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ বলেন, ‘শুধু মাঠের উন্নয়ন নয়, আমার বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বহু শিক্ষার্থী বাইসাইকেল নিয়ে বিদ্যালয়ে আসে।’

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এনএম আব্দুল্লহ আল মামুন বলেন, ‘প্রতিষ্ঠানের পক্ষ হতে আবেদন আসলে টিআর, কাবিখা প্রকল্পের মাধ্যমে মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।’

Link copied!