ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহে উৎসব-কান্নায় দেবী দুর্গার বিদায়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১০:৪১ পিএম
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে দেবী দুর্গা বিসর্জন। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শেষে ভক্তদের অশ্রুভেজা বিদায়ের মধ্য দিয়ে বিসর্জন দেওয়া হলো দেবী দুর্গাকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে নগরীর কাচারীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এতে অংশ নেন হাজারো ভক্ত-অনুরাগী।

এর আগে শহরের দুর্গাবাড়ী মন্দির, শিববাড়ী মন্দিরসহ প্রতিটি পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা ও দেবীর বরণ অনুষ্ঠান। বিদায়ের আগে মন্দিরে মন্দিরে সমবয়সি নারীরা দেবীর চরণে সিঁদুর দিয়ে একে অপরকে পরিয়ে দেন। উৎসবমুখর পরিবেশে ভক্তরা বিদায় জানান দেবী দুর্গাকে।

শেষ দিনে আনন্দে মেতে উঠে নারীরা। ছবি- রূপালী বাংলাদেশ

বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

বিসর্জনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় দুর্গোৎসবের সমাপ্তি।