ময়নসিংহের হালুয়াঘাটে মঙ্গলবার গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে জামাতা রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নূরিয়া খাতুন (৭)-এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রতনের সঙ্গে অন্তত ১০ বছর আগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রতন তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
জানা যায়, জুলেখা দুবাই চলে গেছেন বছর দুই আগে। গত বছর ছুটি কাটিয়ে ফেরার পর, এবার কিছুদিন আগে ছুটি কাটাতে দেশে আসেন। তবে রতন বিদেশ না যাওয়ার জন্য জুলেখার সঙ্গে বিরোধে জড়ান। প্রতিবেশীদের অভিযোগ, রাতের বাগবিতণ্ডার সময় শ্বশুর-শাশুড়ি রতন ও তার মেয়েকে গলাকেটে হত্যা করেছেন।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনাস্থল থেকে লাশ সুরতহাল শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ভীতিকর পরিবেশ বিরাজ করছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন