ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

​​​​​​​রূপগঞ্জে ব্যবসায়ীকে অপহরণে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৪:৪৭ পিএম
রূপগঞ্জের ব্যবসায়ী মো. আবু ভূইয়া। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জ রূপগঞ্জে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম মো. আবু ভূইয়া।

গত বুধবার (২৩ জুলাই) ওই ঘটনা ঘটে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগও করা হয়েছে। এতে অভিযুক্ত হিসেবে ৬ জনসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, গোলজার হোসেন, আলমগীর, রফিকুল ইসলাম, ইয়াকুব, জুলহাস ও মোস্তাফিজুর।

 

অভিযোগে ব্যবসায়ী আবু ভূইয়া বলেন, ‘গত ২৩ জুলাই সকাল ১১ টায় আমার দোকান থেকে কয়েকজন লোক জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অজ্ঞাত নামা ১৫-২০ জন লোক বেধম পিটাতে থাকে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

 

পরে গোলজারের নেতৃত্বে কয়েকজন লোক আমাকে আইএফআইসি ব্যাংকে বান্টি বাজার শাখায় নিয়ে যায় টাকা উত্তোলনের জন্য। ব্যাংকের ম্যানেজার লেনদেনটি অস্বাভাবিক মনে করলে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে আবগত করেন। পরে রূপগঞ্জ থানাধীন ভূলতা ফাঁড়ির পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। বিবাদীগণ আমার বড় ধরনের ক্ষতি করার আশঙ্কা রহিয়াছে।’ থানায় অভিযোগে বলেন তিনি।