মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর সদর থানার ধীরাশ্রম এলাকার নুরুল ইসলাম ওরফে নুরার ছেলে আহসান উল্লাহ (২৮), গাছা থানার ৩২নং ওয়ার্ড এলাকার আব্দুল বারেকের ছেলে আব্দুস সেলিম (৪৫) এবং সদর থানার ধীরাশ্রম এলাকার মৃত শাজাহান মিয়ার ছেলে মোহাম্মদ মোবারক হোসেন (৩৮)।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১১ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আল মাসুদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, ২০২০ সালের ৩১ জানুয়ারি র্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের চরপাড়া এলাকায় বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৮ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক (শহর ও যান) কাজী আব্দুস ছালাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং–৭৮/২০২০)।
মামলার বিচার শেষে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তারা পলাতক ছিলেন।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, র্যাব গ্রেপ্তারকৃত আসামিদের থানায় হস্তান্তর করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন