নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে মাজেদুর রহমান সাগর (১১) নামের এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নিখোঁজের চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত সাগর গাজীপুর সদর থানার দক্ষিণ খান পশ্চিমপাড়া এলাকার মোমেনের ছেলে। সে ড. আনোয়ার আলী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। কয়েকদিন আগে সে রূপগঞ্জের উপজেলা সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় বেড়াতে এসেছিল।
ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিতোষ সরকার জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে নদীর তীরে থাকা একটি নৌকা থেকে সাগর পানিতে ঝাঁপ দেয়। এরপর আর উঠে না।
অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৫টার দিকে সাগরের মরদেহ উদ্ধার করে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন