ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কুড়িলে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পূর্বাচল (রূপগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:৪৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় পূর্বাচল আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

আটক ব্যক্তির নাম মো. আলমগীর (৩৯)। তিনি টঙ্গী পশ্চিম থানার কাঠালদিয়া গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে।

পূর্বাচল আর্মি ক্যাম্প জানায়, আলমগীর মূলত খিলক্ষেত থানার কুড়িল, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২ এবং ৩০০ ফিট এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

অভিযান চলাকালে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। স্থানীয়রা মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশকে মাদক ও আইনশৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।