ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফিলিং স্টেশনের সামনে পড়ে ছিল অজ্ঞাত পুরুষের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:৪৬ পিএম
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত পুরুষের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার আমলাব এলাকার মুন্সি ফিলিং স্টেশনের সামনে এ অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন, উপজেলার আমলাব মুন্সি ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাতনামা পুরুষ বয়স ৫৫/৬০ এর মৃতদেহ পড়ে থাকতে দেখে ফিলিং স্টেশনের লোকজন থানায় সংবাদ দিলে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক ধারণা, ঢাকা-সিলেট মহাসড়কে পারাপারের সময় দুর্ঘটনার ফলে তার মৃত্যু হতে পারে। মরদেহের পরিচয় জানার চেষ্টা অব্যাহত।