ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফ্যাসিস্ট সরকার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দেয়নি: হুমাম কাদের

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৬:০২ পিএম
সভায় বক্তব্য দেন হুমাম কাদের চৌধুরী। ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘আপনারা যাকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘তিনি চেয়েছিলেন তার মরদেহ যেন রাঙ্গুনিয়ায় নিয়ে আসা হয় এবং রাঙ্গুনিয়াতেই যেন দাফন করা হয়। আপনারা জানেন, ১০ বছর আগে এই ফ্যাসিস্ট সরকার আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দেয়নি।’

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনুছিয়া আজিজুল উলূম মাদ্রাসার বার্ষিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুমাম কাদের চৌধুরী বলেন, ‘রাঙ্গুনিয়ার সেই জনগণই সালাউদ্দিন কাদের চৌধুরীকে সংসদে পাঠিয়েছে, ভালোবেসেছে, বিপদের সময় তার জন্য দোয়া করেছে। আমি চাই, তাদের সঙ্গে আমার পরিবারের পরিচয় আরও সুদৃঢ় হোক।’

তিনি আরও বলেন, ‘আমার মা, ভাই–বোন এখনো ভেতরে ভেতরে কাঁদেন। তাদের মনে এখনো একটা আশঙ্কা— আব্বাকে কি সবাই ভুলে গেছে? আমি রাজনীতি করি বলে আপনাদের সঙ্গে দেখা করতে পারি, আপনাদের মুখে শুনতে পারি যে আপনাদের মনে এখনো সালাউদ্দিন কাদের চৌধুরী জীবিত আছেন। আমি প্রথমবারের মতো আমার পরিবারকে দেখাতে চাই, রাঙ্গুনিয়াবাসী আমার মরহুম বাবাকে কতটা ভালোবাসতেন এবং এখনো ভালোবাসেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘এই মঞ্চে যারা বক্তব্য রেখেছেন, সেই মওলানাদের অসম্মান করে রাজনীতি নিয়ে কিছু বলব না। এখানে এসেছি আপনাদের সন্তান হিসেবে, চট্টগ্রামের সন্তান হিসেবে। আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাচ্ছি। আশা করি, আপনারা আমার জন্য এবং আমার মরহুম বাবার জন্য দোয়া করবেন।’

হুমাম কাদের চৌধুরী বলেন, ‘মুসল্লিরা যখন এক জায়গায় জড়ো হন, তাদের কাছ থেকে দোয়া নেওয়াটা আমাদের মতো রাজনীতিবিদদের জন্য এক ধরনের ফরজ কাজ। এতগুলো মুসল্লি যখন একসঙ্গে হয়েছেন, এই সুযোগে দোয়া না চাওয়া ঠিক নয়। সে কারণেই আপনাদের সামনে এসেছি দোয়া চাওয়ার জন্য।’

মাওলানা নেজাম উদ্দিনের সভাপতিত্বে এবং কারী এনামুল হকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আবু তাহের নদভী। বিশেষ ওয়াজিয়ান ছিলেন মাওলানা আরশাদ রহমানি, মুফতি গাজী ছানাউল্লাহ রহমানি, মাওলানা নজীর আহমদ টঙ্গী, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, মাও. সিবগতুল্লাহ নূরী, মাও. কাজী আকতার হোসাইন প্রমুখ।