ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বগুড়ার ছাত্রশক্তির মুখপাত্র ঐশীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৭:৩৮ পিএম
ঐশী জামান।

জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

শনিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুকে দেওয়া পদত্যাগপত্রে ঐশী লেখেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অন্য কোনো কারণ আছে কি না জানতে চাইলে ঐশী জানান, কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কিনা—এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। তখন তিনি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু পরে তাকে রেখেই কমিটি ঘোষণা করা হয়। তাই আজই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুইন বলেন, ঐশীকে জোর করে কমিটিতে রাখার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 

তিনি আরও জানান, ‘ঐশী সব ধরনের শর্ত পূরণ করেই সংগঠন করছে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও আমরা এখনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।’