আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক গৌরবময় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার বিরল মাইলফলক স্পর্শ করতে চলেছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এই ঐতিহাসিক কীর্তি গড়বেন তিনি।
দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে মুশফিকুর রহিম নিজেকে কেবল একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবেই নয়, বরং লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ডের মালিক তিনি আগেই ছিলেন, এবার সেই সংখ্যাকে তিন অঙ্কে নিয়ে গিয়ে দেশের ক্রিকেটে 'প্রথম শতক' পূর্ণ করবেন।
বিসিবির পক্ষ থেকে বিশেষ সম্মাননা
মুশফিকের এই অভাবনীয় অর্জনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে বিশেষ উদ্যোগ। জানা গেছে, বোর্ড তাকে উষ্ণ অভ্যর্থনা এবং বড় ধরনের সম্মাননা দেওয়ার পরিকল্পনা সাজিয়েছে।
পারিবারিক উপস্থিতি: শততম টেস্ট চলাকালীন মুশফিকের পরিবারকে মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাবে বিসিবি।
বিশেষ উপহার: মাঠে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হবে একটি স্মারক ক্রেস্ট এবং সতীর্থ ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি উপহার ব্যাট।
বর্ণাঢ্য আয়োজন: শুধু আনুষ্ঠানিকতাতেই শেষ নয়, ম্যাচের সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে মুশফিকের টেস্ট ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো প্রদর্শন করা হতে পারে।
গ্যালারিতে থাকবে বিশেষ ব্যানার ও পোস্টার, এমনকি ম্যাচের টিকিট ও প্রোগ্রামেও মুশফিককে উৎসর্গ করা বিশেষ প্রচ্ছদ ব্যবহার করা হবে।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, এটা অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত।
এমন একজন ক্রিকেটারকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা চাইব মুশফিক ভাই যেন ১০০ টেস্ট খেলার পরও চালিয়ে যান, উনার অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য।



