দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট সেবা বিকাশ তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা হামজা চৌধুরীকে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সঙ্গে বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ-এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারীসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা।
হামজা চৌধুরী শুধু মাঠের মধ্যে নয়, মাঠের বাইরে ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং ইতিবাচক ব্যক্তিত্বের কারণে তিনি সকল বয়সের মানুষের কাছে গ্রহণযোগ্য।
সমাজসেবায়ও তিনি সক্রিয়; পথশিশুদের কল্যাণমূলক উদ্যোগ এবং হবিগঞ্জের একটি এতিমখানায় নিয়মিত অর্থায়ন তার মানবিক চেতনার প্রমাণ।
চুক্তি স্বাক্ষরের পর হামজা চৌধুরী বলেন, বিকাশ-এর মতো কোটি মানুষের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য একটি গর্বের বিষয়। দেশের সেরা এই ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। একসাথে কাজ করে বিকাশের প্রসারে তরুণ প্রজন্মকে আরও সচেতন করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।


