ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ইডেন টেস্টে বাভুমাকে ‘খাটো’ বললেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম লড়াই। প্রথম দুই দিনের খেলা শেষে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেলেও, দিনশেষে ম্যাচের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর একটি মন্তব্য।

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসের ১৩তম ওভারে এই ঘটনার সূত্রপাত। টেম্বা বাভুমাকে করা বুমরাহর একটি ডেলিভারি সরাসরি প্যাডে আঘাত করে। এলবিডব্লিউর জোরালো আবেদনের পর প্রোটিয়া অধিনায়ক যখন রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন, ঠিক তখনই স্টাম্প মাইকে ধরা পড়ে বুমরাহর আপাতদৃষ্টিতে ব্যঙ্গাত্মক মন্তব্য ‘ও তো খাটোও’।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার উচ্চতা নিয়ে করা ভারতীয় পেসারের এই কথাটি মুহূর্তেই ক্রিকেটমহলে ভাইরাল হয়ে যায়। তবে, দিনশেষে এই বিষয়ে প্রশ্ন করা হলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বিষয়টি নিয়ে কোনো বিতর্ক চাননি।

তিনি বলেন, না, এ নিয়ে কোনো আলোচনা হবে না। এটা প্রথমবার শুনলাম। আমার মনে হয় না মাঠে যা ঘটেছে, তা নিয়ে কোনো সমস্যা হবে।

বিতর্ক যাই হোক, ইডেনে বল হাতে জাসপ্রিত বুমরাহ ছিলেন অপ্রতিরোধ্য। ইডেন গার্ডেন্সে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই তিনি উপহার দিয়েছেন কেরিয়ারের অন্যতম সেরা স্পেল।

মাত্র ১৪ ওভার বল করে ৫ উইকেট নিতে তিনি খরচ করেন মাত্র ২৭ রান। বুমরাহর এই বিধ্বংসী স্পেলের ফলেই দক্ষিণ আফ্রিকার পুরো ইনিংস মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায়।

তবে বুমরাহর আগুনে স্পেলের পর ভারতীয় ব্যাটসম্যানরা অবশ্য প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ভারতও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।

মাত্র ১৮৪ রানে আউট হয়ে যায় ভারতীয় দল। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ভারত শেষ পর্যন্ত ২৫ রানের সামান্য লিড নিতে সক্ষম হয়।