ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সোহানের রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দলের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:১২ পিএম
হাবিবুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান আজ ইতিহাস গড়লেন। রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়ে তিনি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্থাপন করেছেন।

আগের রেকর্ডটি ছিল পারভেজ হোসেন ইমনের। ২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফরচুন বরিশালের হয়ে ইমন করেছিলেন ৪২ বলে সেঞ্চুরি। তবে আজ সোহান তার আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে রেকর্ড ছাড়িয়ে গেলেন।

গ্রুপ ‘এ’-র ম্যাচে হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় ম্যাচের ধারা পাল্টে দেন সোহান।

প্রথম ওভারেই তিনটি বিশাল ছক্কা মারার পর তাকে আর কোনো রকম চাপের মুখে পড়তে হয়নি। ২৫ বলে ৮৮ রান করে কোনো দৌড় না নেয়ায় তার ইনিংস ছিল চমকপ্রদ। শেষ পর্যন্ত ৩৫ বলেই সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি।

সোহানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ‘এ’ দল ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটে জয় লাভ করে। দলের অন্য ব্যাটসম্যান আকবর আলীও ১৩ বলে ৬ ছক্কায় ৪১ রান যোগ করেন।