২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ৩০টি দল। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া—সব মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দলসংখ্যা।
ইউরোপ (৩ দল)
ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপ প্রতিযোগিতায় শীর্ষে থেকে জায়গা নিশ্চিত করেছে।
দক্ষিণ আমেরিকা (৬ দল)
আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে—এই ছয়টি দল দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্ব করবে।
উত্তর ও মধ্য আমেরিকা (২ দল)
আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করেছে মেক্সিকো।
আফ্রিকা (৯ দল)
আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা আফ্রিকার প্রতিনিধিত্ব করবে।
এশিয়া (৭ দল)
জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট।
ওশেনিয়া (১ দল)
ওশেনিয়া অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
মোট ৪৮ দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। যদিও এখনো বেশ কিছু দলের নাম চূড়ান্ত হয়নি, তারা প্লে-অফ ও শেষ বাছাইপর্বের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবে।



