ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নতুন তারকা ফুটবলারকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:৩১ পিএম
তারকা ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস। ছবি- সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে ১৮ নভেম্বর রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যদিও উভয় দলই মূল পর্বে খেলার সুযোগ হারিয়েছে। নিয়মরক্ষার ম্যাচ হলেও ম্যাচটি তাই দুই দলের জন্যই মর্যাদার লড়াই।

ভারতের ২৩ সদস্যের স্কোয়াডে স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ৩২ বছর বয়সী তারকা ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস। সম্প্রতি অস্ট্রেলিয়ার পাসপোর্ট ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব নেওয়া এই ফরোয়ার্ডের ম্যাচে অংশগ্রহণের জন্য প্রয়োজন হবে ফুটবল অস্ট্রেলিয়ার ‘নো অবজেকশন সার্টিফিকেট’ এবং পরবর্তীতে ফিফা ও এএফসির অনুমোদন।

ইংল্যান্ডের ফুলহাম, পোর্টসমাউথ ও বার্নলিতে খেলার অভিজ্ঞতা থাকা রায়ান বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের দল বেঙ্গালুরু এফসি-তে খেলেন। ভারতীয় দল বেঙ্গালুরুতে ৬ নভেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্প করেছে এবং শনিবার সন্ধ্যায় তারা ঢাকায় পৌঁছেছে।

ভারতের স্কোয়াড

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল

ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান

মিডফিল্ডার: ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম

ফরোয়ার্ড: এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং।