ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

খেলা কোটায় পুলিশের ডিএসপি হলেন ক্রিকেটার দীপ্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের নারী ওডিআই বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবং ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হওয়ায় দীপ্তি শর্মাকে শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশ সদর দপ্তর, গোমতিনগর এক্সটেনশন-এ সংবর্ধনা দেওয়া হয়।

একই অনুষ্ঠানে তাকে স্পোর্টস কোটা দিয়ে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) রাজীব কৃষ্ণ, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পুলিশের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।

ডিজিপি রাজীব কৃষ্ণ দীপ্তির অর্জনের প্রশংসা করে বলেন, দীপ্তি শর্মা শুধু দেশকে গর্বিত করেননি, বরং উত্তরপ্রদেশ এবং রাজ্য পুলিশের জন্যও গৌরব নিয়ে এসেছেন। তার এই সাফল্য পুলিশ পরিবারের মধ্যে অনুপ্রেরণার উৎস হবে।

তিনি আরও বলেন, ভারতীয় ক্রিকেটের উত্থান পুরুষ দলের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় থেকে নারী দলের সাম্প্রতিক বিশ্বকাপ বিজয়—যুবতীদের ক্রীড়ায় এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছে।

ডিজিপি কৃষ্ণ রাজ্যের স্পোর্টস কোটা নীতি প্রসঙ্গে বলেন, উচ্চমঞ্চে সাফল্য পেতে কঠোর পরিশ্রম, ধৈর্য ও দৃঢ় মানসিক শক্তি প্রয়োজন—এই গুণাবলী দীপ্তি শর্মার মধ্যে স্পষ্টভাবে দেখা গেছে।

তিনি পুলিশের সন্তানদের দীপ্তির কর্মসংস্কৃতি থেকে প্রেরণা গ্রহণের পরামর্শ দেন এবং তার পরিবারকে ধন্যবাদ জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে দীপ্তি শর্মা বলেন, উত্তরপ্রদেশ পুলিশের অংশ হওয়া আমার এবং আমার পরিবারের জন্য গর্বের বিষয়। বিশ্বকাপ জয়ের পর এই সম্মান পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ।