ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মাতিশা পাথিরানাকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত

আইপিএলের রিটেনশন উইন্ডোর শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। শ্রীলঙ্কান তরুণ পেসার মাতিশা পাথিরানাকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে দলটি।

আইপিএল ২০২৩–এ নিজেদের দলে ভেড়ানো এবং ২০২৫ মেগা নিলামের আগে ১৩ কোটি রুপিতে রিটেইন করা এই পেসারকে ছাড়ার বিষয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

শনিবার এই সিদ্ধান্ত সামনে আসে—দিনটি ছিল রিটেনশনের শেষ সময়সীমার দিন। স্লিংগি অ্যাকশন, ১৪০ কিমি/ঘণ্টার বেশি গতিতে সুইং করানোর ক্ষমতা—এসব দিয়ে ২০২৩ সালে চ্যাম্পিয়ন সিএসকের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন পাথিরানা।

সেই মৌসুমে ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। তবে তখনই সাবধান করেছিলেন সিএসকের সাবেক অধিনায়ক এমএস ধোনি। পাথিরানার অ্যাকশন ও শারীরিক কাঠামোর কারণে তাকে সতর্কভাবে পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছিলেন তিনি। ধোনির সেই সতর্কবার্তাই যেন সত্যি হলো—তার পর থেকে একের পর এক ইনজুরিতে পড়েছেন এই পেসার।

এশিয়া কাপের পর থেকে আর আন্তর্জাতিক ম্যাচে দেখা মেলেনি পাথিরানার। আইপিএল ২০২৪-এ হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগে মাত্র কয়েক ম্যাচ খেলেই ছিটকে যান। এরপর এসএ-২০ লিগেও মাঝপথে দেশে ফিরতে হয়। আইপিএল ২০২৫ মৌসুমেও ছিল হতাশার—১২ ম্যাচে মাত্র ১৩ উইকেট, ইকোনমি ১০-এর উপরে।

সিএসকের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং মৌসুম চলাকালেই বলেছিলেন, পাথিরানার পারফরম্যান্স কমে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তিনি সন্দেহ প্রকাশ করেন যে শ্রীলঙ্কা ক্রিকেট পাথিরানার রিলিজ পয়েন্টে যে পরিবর্তন এনেছে, সেটিই তার ফর্মে প্রভাব ফেলছে।

চেন্নাই সুপার কিংস যদিও পাথিরানাকে ছেড়ে দিয়েছে, তবে নিলামে তাকে আবারও দলে নেওয়ার সম্ভাবনা রেখেছে। এবারের নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর আবুধাবিতে। তিন মৌসুমে সিএসকের জার্সিতে ৩২ ম্যাচ খেলে ৪৭ উইকেট নিয়েছেন পাথিরানা—যা তাকে দলের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করার অন্যতম কারণ।