ঢাকা কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ওয়ারিয়র্স (Eco Warriors) এর উদ্যোগে আয়োজিত হয়েছে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কর্মসূচি। শনিবার ( ১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো- শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা এবং একটি সবুজ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির সাবেক পরিচালক এবং প্রখ্যাত অর্থনীতিবিদ ড. সেলিম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত কর কমিশনার মুর্তজা শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ঢাকা কলেজের এইচএসসি ১৯৯২ ব্যাচ ও অন্যান্য ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।

