ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আ.লীগের পক্ষে ফেসবুক পোস্ট, থানা হাজতে ইবি শিক্ষার্থী

ইবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:২৪ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাগর আহমেদ। ছবি: রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দেওয়ার কারণে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

সেই শিক্ষার্থীর নাম সাগর আহমেদ। সে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: “আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”, “ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”, “ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “আওয়ামী লীগের দালালরা, হুশিয়ার সাবধান।”

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী সাগর আহমেদ আওয়ামী মতাদর্শের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারকে সমর্থনসূচক পোস্ট করেছেন।

সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন এবং নির্বাচন বর্জনের ঘোষণার সঙ্গে #NoBoatNoVote হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি একাত্মতা প্রকাশ করেছেন। এর প্রেক্ষিতে শনিবার পরীক্ষা দিতে এসে তাকে আটক করা হয়।

ইবি থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, ‘আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। অভিযুক্ত শিক্ষার্থী এখনও আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অন্যান্য প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে নিয়মানুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”