প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চার পদে নিয়োগের জন্য ছবি ও স্বাক্ষর আপলোডের বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন না করলে প্রবেশপত্র ইস্যু হবে না বলে জানানো হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০১৬ সালের ৩ অক্টোবর তারিখের ৩৮.০০.০০০০, ১০৭.১১.০০৮.২০১৯-২৩৩৯ নম্বর স্মারকের বিজ্ঞপ্তিতে সহকারী লাইব্রেরিয়ান-কাম- ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগের নিমিত্ত টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।
এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ২০১৬ সালে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি ও স্বাক্ষর আপলোড করা প্রয়োজন। আগামী ১৯ নভেম্বরের মধ্যে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করার জন্য অনুরোধ করা হলো।
যে সব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করবেন না, তাদের বিপরীতে প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না। বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়েছে।

