সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের পাশে ইমদাদুল সরকার (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী করতোয়া নদী সংলগ্ন এলাকা থেকে নিহত ইমদাদুলের লাশ উদ্ধার করা হয়।
নিহত ইমদাদুল উপজেলার মাকড়কোলা গ্রামের লেদু সরকারের ছেলে।
নিহতের স্ত্রী দাবি করেছেন, গতকাল শুক্রবার রাতে তার স্বামী ইমদাদুল তাকে মোবাইল করে জানান কয়েকজনের কাছে তার ২০ হাজার টাকার ঋণ ও সুদ বাকি রয়েছে। কিন্তু পাওনাদাররা সুদ-আসলসহ সেই ২০ হাজার টাকার স্থলে সাড়ে ৩ লাখ টাকা দাবি করে চাপ সৃষ্টি করায় তার স্বামী মোবাইল ফোনে আত্মহত্যা করার কথা বলেন এবং ফোন রেখে দেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। নিহত ইমদাদুলের বাম পায়ের হাটুর ওপর লাল কালি দিয়ে মৃত্যুর জন্য দায়ী কয়েকজন পাওনাদারের নাম লেখা রয়েছে বলেও জানান তার স্ত্রী।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, ‘আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ঋণের টাকা দিতে না পারার কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’



