ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

পুঠিয়ায় দলিল লেখক সমিতির সাথে বিএনপির মতবিনিময়

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৫:১১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক মো. নজরুল ইসলামের পক্ষে পেশাজীবী সংগঠন পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় পুঠিয়া দলিল লেখক সমিতির কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে মো. অধ্যাপক নজরুল ইসলাম কারণে উপস্থিত না হওয়ায় তার ছেলে ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমার পিতা সবসময় এই সমিতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নির্বাচিত হলে দলিল লেখকদের অধিকার ও কল্যাণে সব ধরনের সহযোগিতা করা হবে।’

একইসঙ্গে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য দলিল লেখকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি এস. এম. কয়েশ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। বক্তব্য রাখেন পুঠিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও দলিল লেখক সমিতির সদস্য আতাহার আলী শাহ, সমিতির সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক দপ্তর সম্পাদক সাজেদুর রহমান ও সদস্য আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য আবুল বাসার জুয়েল।

এছাড়াও অনুষ্ঠানে দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি বিএনপির নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।