ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

গুঞ্জনই সত্যি, শাকিবের নায়িকা ফারিণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৫:৪৪ পিএম
ছবি-রূপালী বাংলাদেশ

গুঞ্জন ছিল আগেই, চিত্রতারকা শাকিব খানের সিনেমায় অভিনয় করবেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। অভিনেত্রীর প্রযোজনা প্রতিষ্ঠান নাম প্রকাশ্যে আসার একদিন পর জানা যায়, ‘প্রিন্স’ সিনেমায় থাকছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এটি হতে যাচ্ছে এই নির্মাতার প্রথম সিনেমা।

শনিবার (১৫ নভেম্বর) তাসনিয়া ফারিণকে দলিলে সই করিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ‘প্রিন্স’ নির্মাতা আবু হায়াত মাহমুদ। 

এই ঘোষণার সঙ্গে ফারিণ ছোট করে লিখে দিলেন ফেসবুক ক্যাপশনে, ‘রেডি ফর প্রিন্স!’

জানা গেছে, ‘প্রিন্স’ সিনেমায় দুই নায়িকা। তার একজন ফারিণ চূড়ান্ত। অন্যজন অচিরেই চূড়ান্ত হবে। আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। একটানা কাজ করে শেষ হবে পুরো সিনেমার শুটিং। ‘প্রিন্স’ মুক্তির লক্ষ্য আসছে ঈদে। কোন ঈদ, সেটি জানানো হবে শুটিং শেষে।

এদিকে, শুক্রবার (১৪ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে আনেন তাসনিয়া ফারিণ। তার নতুন প্রডাকশন হাউসের নাম ‘ফরিং ফিল্মস’। অভিনেত্রীর এই ঘোষণায় সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সবাই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যবক্স।