ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকার সম্প্রতি ছেলেমেয়ের সঙ্গে বাবার সম্পর্কের ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কন্যাসন্তান ও পুত্রসন্তানের সঙ্গে বাবার সম্পর্কের তফাৎ থেকে যায়, বিশেষ করে নির্দিষ্ট একটি বয়সের পর পুত্রসন্তানের সঙ্গে বাবার সম্পর্ক অনেক সময় জটিল হয়ে ওঠে।
সোহিনী বলেন, অনেক ছেলেবন্ধুর পরিবারিক অভিজ্ঞতায় তিনি দেখেছেন, মা ও ছেলের সম্পর্ক বেশ খোলামেলা হলেও বাবা-ছেলের মধ্যে একটি নীরবতাপূর্ণ দূরত্ব তৈরি হয়। কোনো ঝামেলা বা বিরোধ না থাকলেও, বাবার কথা বা আচরণে ছেলের অস্বস্তি হলেও সে তা প্রকাশ করতে পারে না। ফলে সম্পর্ক ধীরে ধীরে দূরত্বের দিকে যায়।
নিজের পর্যবেক্ষণ শেয়ার করে তিনি বলেন, আমার বেশিরভাগ ছেলেবন্ধুর ক্ষেত্রে দেখেছি, তাদের বাবার সঙ্গে খুব একটা বনিবনা নেই। বাবার সঙ্গে একটা ক্ল্যাশ হয়। একটা সময়ের পর আর সেই বন্ধুত্বটা গড়ে ওঠে না। বাবাও একা গুমরে থাকেন।
সোহিনীর মতে, এ পরিবর্তনের কারণ স্পষ্ট না হলেও বড় হয়ে ছেলে যখন বাবা হয়, তখন শিশুকালে দেখা বাবার আচরণ, প্রত্যাশা বা অভ্যাস তার নিজের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

