ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

শাকিব-হানিয়ার জুটি কি আসছে? সোশ্যাল মিডিয়া উত্তাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১১:৫৪ এএম
শাকিব খান ও হানিয়া আমির। ছবি- সংগৃহীত

গেল কয়েক বছরে নিজের মধ্যে অসাধারণ পরিবর্তন এনেছেন শাকিব খান। শুধু ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন না, সাম্প্রতিক সময়ে লুক, গেটআপ এবং অভিনয়শৈলীর কারণে তরুণ প্রজন্মের মধ্যেও বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন।

বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে। তবে সম্প্রতি নতুন খবর-শাকিবের বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে।

এই খবরটি শাকিব খান নিজেই নিশ্চিত করেছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে।

ভিডিওতে শাকিব বলেন, তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।

এরপর পাশে থাকা একজন জানতে চাইলে তিনি যোগ করেন, একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।

শাকিবের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা দেখা দিয়েছে। তবে তিনি স্পষ্ট করেননি কোন সিনেমায় হানিয়া আমিরকে দেখা যাবে।

এদিকে ভক্তরা অনুমান করতে শুরু করেছেন। কেউ বলছেন, ‘প্রিন্স’ সিনেমাতেই দেখা যেতে পারে, আবার কেউ নতুন ঘোষিত রোমান্টিক সিনেমাতেও সম্ভাবনা দেখছেন।

জানা গেছে, শাকিব ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বর থেকে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন। এরপর আগামী বছরের ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে তিনি আজমান রুশোর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন, যেখানে তার বিপরীতে নতুন মুখ খোঁজা হচ্ছে।