ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

গণতন্ত্রের জন্য সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১১:২৬ এএম
ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। ছবি: রূপালী বাংলাদেশ

দেশকে টিকিয়ে রাখতে এবং গণতন্ত্র রক্ষার জন্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার বানসা ঈদগাহ মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গনতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্র থেকে গ্রাম পর্যায়ের অসংখ্য নেতাকর্মী জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। চাটখিল-সোনাইমুড়ীতে ২২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর গুমের শিকার চারজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।’

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির সঙ্গে ২৭ বছর জোটে ছিলেন এবং মন্ত্রীও হয়েছেন। সেই জন্য বিএনপিকে অনেক গালি শুনতে হয়েছে। কিন্তু এখন কেন আপনারা বিএনপির সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছেন?’

সাম্প্রতিক সময়ে জামায়াতের মসজিদে মিটিং সংক্রান্ত বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত অনুযায়ী জামায়াতের প্রতিটি উপজেলায় অফিস রয়েছে। যদি আপনার দলীয় অফিস না থাকে, তবে বিএনপির অনুমতি নিয়ে বিএনপির অফিসে মিটিং করুন। তবুও কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না।’

এ সময় সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী চৌধুরী সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী, শাহাজাহান খান সাজু, আনিস আহমেদ হানিফ, মিজানুর রহমান, মোস্তফা ভূঁইয়া, চাটখিল পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামিম, নুরুল হুদা পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, বিএনপি নেতা রিফাত কামাল, মোখলেসুর রহমান, জসিম উদ্দিন, হারুন রশিদ, হুমায়ূন কবির, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, ইঞ্জিনিয়ার ফারুক, রিয়াজ খন্দকার এবং ফাওড়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি রিয়াজ উদ্দিন প্রমূখ।