বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভিজিডি সুবিধাভোগীদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য বদরুন্দ্দোজা বেদার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ভিজিডি কার্ডধারী একতা গ্রুপের সুবিধাভোগীদের চাল বিতরণের সময় প্রতি বস্তা থেকে ৩০ কেজি করে চাল রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অনেকে অভিযোগ করেছেন, চাল নিতে গেলে পুরো পরিমাণ দেওয়া হয়নি। কারও কাছে ২০ কেজি, কারও কাছে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন সুবিধাভোগী জানান, ‘আমরা চাল নিতে গেলে বলে যা দিচ্ছি তাই নিতে হবে। ভিজিডির চাল পুরোটা দেবে না।’
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ভিজিডি কার্ডে দুই মাস পরপর ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু মথুরাপুর ইউনিয়নের ওই গ্রুপের প্রায় ১২ জন কার্ডধারীর চাল কমিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় ৩০০ কেজি চাল আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অন্য এক সুবিধাভোগী জানান, ‘চাল নিতে গেলে আগে থেকেই কম ওজন করে রাখা থাকে। কথা বললে ধমক দেয়।’
এ বিষয়ে চেয়ারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ইউপি সদস্য বদরুন্দ্দোজা বেদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চাল আত্মসাতের অভিযোগ সত্য নয়। যারা অভিযোগ করছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।’
এদিকে, ভিজিডি কার্যক্রমের তদারককারী কর্মকর্তা, মথুরাপুর ইউনিয়নের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


