পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, শিক্ষা, চিকিৎসা এবং খেলাধুলার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূয়াছড়ি নামক দুর্গম এলাকায় একটি সম্প্রীতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা অনুষ্ঠিত হয় ভূয়াছড়ি স্কুল মাঠে।
উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান।
স্থানীয়দের মতে, ভূয়াছড়ির মতো দুর্গম এলাকায় এ ধরনের খেলাধুলার আয়োজন এই প্রথম।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জিল্লুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বাঘাইহাট জোন ভূয়াছড়িতে খেলাধুলার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। অনুষ্ঠানে তাকে ভূয়াছড়ি ক্লাবের আজীবন সদস্য ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, ভূয়াছড়িসহ বাঘাইহাট জোনের আওতাধীন সব এলাকায় শিক্ষা, চিকিৎসা সেবা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। চলতি মাসের মাঝামাঝি ভূয়াছড়ির বিভিন্ন পাড়ার অংশগ্রহণে একটি ফুটবল লিগ আয়োজনেরও ঘোষণা দেন তিনি। এ লিগের পৃষ্ঠপোষকতা করবেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার।
এ ছাড়াও নদীর পাড়ে সিঁড়ি, সেতু, ক্লাব ও ঘর নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম মাসব্যাপী চলমান রাখার আশ্বাস দেন জোন কমান্ডার।
পার্বত্য অঞ্চলের এমন আয়োজন অভিভাবকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। শুধু শিক্ষা সামগ্রী বিতরণ নয়, খেলাধুলার মানোন্নয়ন এবং চিকিৎসা সেবায় আরও বিস্তৃত উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয় বাঘাইহাট জোন (১৪ ই বেঙ্গল)-এর পক্ষ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত কারবারী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার এবং খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেনাবাহিনীর এমন উদ্যোগে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

