ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা সবাই গোপালগঞ্জ, বরিশালসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর-৫৮ বিজিবির খোসালপুর ও কুমিল্লাপাড়ার টহল দল সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারীসহ ৭ জন বাংলাদেশিকে আটক করেছে।
[91098
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটককৃতদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার আদালতে পাঠানো হবে। এছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


